বিপুল গ্রেনেড বোমাসহ ৪ জেএমবি আটক

রাজধানীর মোল্লারটেক প্রেমবাগানের কসাইবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, গ্রেনেড, বিস্ফোরক ও জিহাদি বইসহ চার জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানিয়েছেনর‌্য

র‌্যাব জানিয়েছে, র‌্যাব সদরদপ্তরের সম্মিলিত অভিযানে ৩০টি বোমা, একটি গ্রেনেড, ১২টি পেট্রোলবোমা এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দক্ষিণখান থানার প্রেমবাগান পূর্ব মোল্লারটেকে বাসা ৩নং এ আধাপাকা দুই কক্ষের একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব ১০ এর কর্মকর্তা মেজর তৌফিকুল বারী জানান, বাসাটি বেসামরিক বিমান কর্তৃপক্ষের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রবের। ১ ফেব্রুয়ারিতে পরিচয় গোপন করে সাত হাজার টাকায় এ বাসা ভাড়া নেয়া হয়। বাসার একটি কক্ষে একটি চৌকি আর দুটি বালিশ ছাড়া কোনো আসবাবপত্র নেই। একারণে ধারণা করা হচ্ছে শুধু বোমা বানানোর কাজেই এটি ভাড়া নেয়া হয়।

আটক চার জন হলেন- জেএমবির গায়রে এহসার জিয়াউল ও আব্দুর রাজ্জাক, এহসার হানদাালা এবং সদস্য মোফাজ্জল। রাজ্জাক নাম গোপন করে মামুন নামে বাসাটি ভাড়া নেন।

উল্লেখ্য, এহসার হলো জেএমবির আত্মঘাতি হামলা পরিচালনাকারী সদস্য।



মন্তব্য চালু নেই