বিধ্বস্ত নেপালের জন্য সহযোগীতা

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগৃহিত ৪৩ হাজার ৪ শত টাকা বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে নেপাল দুতাবাসের কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সভাপতি মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র আরিফ জোবায়েদ, সদস্য ও ৭১ এর চেতনার সভাপতি সাহেদুজ্জামান সবুজ, লোকপ্রশাসন বিভাগের ছাত্র অভিষেক রায়। এসময় নেপালের রাষ্ট্রদূত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ মহতি উদ্যোগের ভূয়শী প্রসংশা করে বিশ্ববিদ্যালয় সফরে আসার ইচ্ছা পোষণ করেন।

তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করে নেপালের শিক্ষার্থীরা গর্বিত হবেন।



মন্তব্য চালু নেই