বিদেশে ইরানের আটক অর্থ ২৯০০ কোটি ডলার
বিদেশের ব্যাংকে আটক অর্থের পরিমাণ নিয়ে জল্পনা-কল্পনা নাকচ করে দিয়ে ইরান বলেছে, এর মোট পরিমাণ দুই হাজার নয়শ’ কোটি ডলার। এ অর্থের বেশির ভাগই ইরানের কেন্দ্রীয় ব্যাংক সিবিআই এর সম্পত্তি । এর আগে, বিদেশে আটক ইরানের এ অর্থের পরিমাণ ১০ হাজার কোটি ডলার হতে পারে বলে আর্ন্তজাতিক গণমাধ্যমগুলি জানিয়েছিল।
চলতি মাসে ভিয়েনার ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের ১০ থেকে ১৫ হাজার কোটি ডলার সমপরিমাণ অর্থ অবমুক্ত হবে বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেন সিবিআই প্রধান।
সিবিআই গভর্নর ওয়ালিউল্লাহ সেইফ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আটককৃত অর্থের মধ্য ২৩০০ কোটি ডলারই কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তি। তিনি জানান, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার ভিত্তিতে অর্থ অবমুক্ত করা হলে তা সরকারি কোষাগারে জমা হবে।
আন্তর্জাতিক ক্রেতাদের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির ৬০০ থেকে ৭০০ কোটি ডলারও আটক করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, অবমুক্ত হওয়া মাত্রই এ অর্থ প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারকে দেয়া হবে।
মন্তব্য চালু নেই