বিতর্কিত বার্গডালের সঙ্গে অন্তরঙ্গ তালেবান নেতা

তালেবান বন্দি শিবির থেকে গুয়ান্তানামো বে’র পাঁচ বন্দিকে বিনিময় করে বের করে নিয়ে আসা মার্কিন সেনাসদস্য সার্জেন্ট বার্গডালের সম্প্রতি প্রকাশিত একটি ছবি আবারও বিব্রত করেছে মার্কিনীদের।

এতে দেখা যাচ্ছে, তালেবান শিবিরে বন্দি থাকাকালে বোয়ে বার্গডালের কাঁধে হাত রেখে অন্তরঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তালেবান নেতা বদরুদ্দিন হাক্কানি।

তবে এ ছবিটি প্রকৃত ছবি কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে বলে মন্তব্য করেছে পেন্টাগন।

পেন্টাগনের সামরিক মুখপাত্র কর্নেল স্টিভেন জানান, ইন্টারনেটে সামাজিক গণমাধ্যমে প্রকাশিত বার্গডাল ও হাক্কানির ছবিটিকে বিশ্বস্ত মনে করার কোন কারণ যুক্তরাষ্ট্রের হাতে নেই।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এ ছবিটির কোথাও কোন তারিখ উল্লেখ নেই।

উল্লেখ্য, বার্গডালের কাঁধে হাত রাখা তালেবান নেতা বদরুদ্দিন হাক্কানি ২০১২ সালেই নিহত হয়েছেন। বার্গডাল তালেবানদের হাতে বন্দি হয়েছেন ২০০৯ সালে।

বোয়ে বার্গডালকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক কর্তৃপক্ষ এখনও ‘পুনরায় জিজ্ঞাসাবাদের’ আওতায় রেখেছে।

বোয়ের বার্গডাল চলতি বছরের ৩১ মে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর থেকে তাকে নিয়ে বিভক্তি দানা বাঁধে। তিনি তালেবানদের সহায়তা করতে আপনাতেই ধরা দিয়েছেন, নাকি তাকে বন্দি করা হয়েছিল সে বিষয়ে সন্দেহ নিরসনের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই