বিজিবিকে মিষ্টি পাঠাল বিএসএফ

সোমবার ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ১০টায় ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় উপস্থিত হয়ে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নানের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি সিপি ক্যাম্পের জন্য মিষ্টি উপহার দেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান  বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক বজায় রাখতে তারা মিষ্টি উপহার দিয়েছেন। বিজিবিও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে থাকে।



মন্তব্য চালু নেই