বিকাশ কর্মীকে গুলি করে টাকা ছিনতাই

হাজারীবাগে অনিক হোসেন (২১) নামে এক বিকাশকর্মীকে গুলি করে দেড়লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

অনিকের বন্ধু জহির হাসপাতাল থেকে জানায়, হাজারীবাগের খলিল সর্দার কৃষি মার্কেটের বিপরীতে জব্বার স্টোরে বিকাশের এসআর (সার্ভিস রিপ্রেজেনটিভ) পদে কাজ করেন অনিক। আজ সকালে দোকানের টাকা গুনতে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক ওই দোকানে এসে একটি ফাকা গুলি করে। এরপর তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে চলে যাবার সময় অনিকের ডান উরুতে একটি গুলি করে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক আনা হয়।

গুলিবিদ্ধ অনিক জানায়, ছয়জনের মধ্যে তিনজনের হাতে পিস্তল ছিল।



মন্তব্য চালু নেই