বাস ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের গণধোলাইয়ে মারা গেলেন বাসচালক
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীদের গণধোলাইয়ে শ্যামলী পরিবহনের একটি বাসের চালক শিবু চন্দ্র দে ওরফে দেবনাথ (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিবুর বাবার নাম মৃত হরিবোল চন্দ্র দে। সিলেট জেলার জাফলংয়ে তাদের বাড়ি বলে জানা গেছে।
বাসের সহকারী চালক (হেলপার) শামীম আহমেদ জানান, সোমবার রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে সিলেট ছাতকের উদ্দেশে রওয়ানা হওয়ার সময় সায়েদাবাদ জনপদ মোড় ৬ নম্বর কাউন্টারে আরও যাত্রী নেওয়ার জন্য বাস থামানো হয়। এতে বাসে থাকা অন্যান্য যাত্রীরা উত্তেজিত হয়ে চালককে ধাক্কা দিয়ে ইঞ্জিন কভারের ওপর ফেলে গণধোলাই দেয়। এতে বাসের চালক গুরুতর আহত হন। পরে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই