বার্কিনা ফাসোর হোটেলে হামলা, নিহত ২০

আফ্রিকান রাষ্ট্র বার্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুতে একটি বিলাসবহুল হোটেলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত আরো ১৫।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীরা হোটেলের ভেতরে থাকা একাধিক মানুষকে জিম্মি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে দুটি গাড়ি বোমা হোটেলটির বাইরে বিস্ফোরণ ঘটনায়। এরপর তিন থেকে চার মুখোশধারী সন্ত্রাসী ব্যাপক গুলিবর্ষণ করে হোটেলটির ভেতরে প্রবেশ করে।

হোটেলটিতে সাধারণত জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর নাগরিকরা বুকিং নিয়ে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রী আলফা বেরি গণমাধ্যমে জানিয়েছেন, জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলটির ভেতরে অভিযান চালানোর চেষ্টা করছে। ফ্রান্সের স্পেশাল ফোর্সসহ অন্যান্য দেশের সহায়তা চাওয়া হয়েছে।

স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

পর্যবেক্ষক দল সাইট এ ঘটনায় আল কায়েদার ইসলামি মাগরেবকে (আকিম) দায়ী করছে।



মন্তব্য চালু নেই