বারাক ওবামা বাংলাদেশিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশি ও বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে পয়লা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস শুক্রবার রাতে এই তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকানদের পক্ষে আমি পয়লা বৈশাখ উৎসব উদযাপন উপলক্ষে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাঙালির সব ঐতিহাসিক দিবস ও সমৃদ্ধ সংস্কৃতি উদযাপনে যোগ দিয়ে আসছে।

তিনি আরও বলেন, আপনাদের গান, চলচ্চিত্র, কবিতা, শিল্প ও সাহিত্য মানবতাকে সমৃদ্ধ করেছে। আপনারা পরিবার ও বন্ধুদের সঙ্গে নববর্ষ উদযাপন করবেন। যুক্তরাষ্ট্রও বন্ধু হয়ে আপনাদের সঙ্গে রয়েছে। তিনি আরো বলেন, নববর্ষ আপনাদের জীবনে শান্তি ও সম্ভাবনা বয়ে আনুক এই কামনা করি। শুভ নববর্ষ।



মন্তব্য চালু নেই