বাদশাহর আগমনে সীলগালা সাগর সৈকত

ফ্রান্সের দক্ষিণ পূর্বকোণে অবস্থিত ভূমধ্যসাগরের তীরবর্তী নান্দনিক সাগরসৈকত ফ্রেঞ্চ রিভিয়েরায় সৌদি বাদশাহ সালমানের প্রবেশকে উপলক্ষ্য করে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলে বিতর্কের ঝড় উঠেছে।

অন্তত এক লাখ মানুষ এর বিরুদ্ধে একটি প্রতিবাদ স্মারকে স্বাক্ষর করেছে। স্মারকে উৎকীর্ণ দাবি অনুযায়ী এ সৈকত সবার জন্যে উন্মুক্ত রাখতে হবে।

শনিবার থেকেই ফরাসী কর্তৃপক্ষ সৈকতের জনপ্রবেশমুখগুলো সিলগালা করে রাখে যেন কেউ প্রবেশ করতে না পারে। নিরাপত্তারক্ষীদের বিশেষ বাহিনী নিয়োগ করা হয়েছে যারা বিক্ষোভকারীদের সরিয়ে রেখেছে।

সৈকতের নিকটস্থ বিলাসবহুল প্রমোদভবনে বাদশাহ আনুমানিক তিন সপ্তাহ অবস্থান করবেন। এ সময়ে সবরকম জনপ্রবেশ বন্ধ থাকবে বলে জানা গেছে।

শনিবার সৌদি এয়ারলাইনসের বোয়িং ৭৪৭এস বিমানে চড়ে বাদশাহ তার ১০০০ সফরসঙ্গী নিয়ে নাইস বিমানবন্দরে অবতরণ করেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমধ্যসাগরের অপরূপ প্রাকৃতিক লীলাভূমির বুকে একান্তে ছুটি কাটাতে চান তিনি।

আগত ১০০০ সফরসঙ্গীর মধ্যে বাদশাহর একান্ত নিকটজন অন্তত ৩০০ ব্যক্তি তার সঙ্গে ভিলায় অবস্থান করছেন অবশিষ্ট ৭০০ জন অবস্থান করছেন কানেস হোটেলে।



মন্তব্য চালু নেই