বাজেটের আগেই ভারতের মন্ত্রিসভায় সামিল হতে পারেন ২৫ মন্ত্রী
দিলীপ মজুমদার (কলকাতা):বাজেটের আগে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের আগেই এই সম্প্রসারণ হতে পারে। সূত্রের খবর, মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে পাঁচজন হবেন পূর্ণমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৬ মে মোদি সহ ৪৫ মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন। রাজনৈতিক মহলের অভিমত, অনেক মন্ত্রীর হাতেই এখনও পর্যন্ত একাধিক দফতরের ভার রয়েছে। যেমন অর্থমন্ত্রী অরুণ জেটলি অতিরিক্ত হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কোনও প্রতিমন্ত্রী নেই। এজন্য প্রায় একমাসের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটানো হতে পারে। সরকারি সূত্রে বলা হয়েছে, দ্রুত গতিতে কাজের জন্যই এই সম্প্রসারণ প্রয়োজন।
মন্তব্য চালু নেই