বাচ্চা জন্ম দিলেই পাওয়া যাবে পাসপোর্ট!

সরকারের পক্ষ থেকে (camera di deputati) ইতালিতে বসবাসকারি প্রবাসিদের জন্য ঘোষনা করা হলো দারুন এক সুখবর। আর এ ঘোষনা এসেছে ইতালিয়ান সরকারের পক্ষ থেকেই। গতকাল এ ঘোষনা দেয় দেশটির সরকার।

বাবা ও মা যে কারো কারতা দি সজোরনো বা ( stay permission for long period) থাকলেই তাঁদের নাগরিকত্ব পেয়ে যাবে জন্মের পরেই যা আগে ছিলোনা। গত কিছুদিন যাবত এই আইন নিয়ে ইতালিয়ান সরকার বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে আইনটি এখনো চূড়ান্ত ভাবে আইন আকারে পাশ হতে আরো কয়েকটা ধাপ পার করতে হবে। তবে সবচেয়ে যে ধাপটি গুরুত্বপূর্ণ, সরকারের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটি হয়ে গেছে।

আর এর পরিপ্রেক্ষিতে আর কোনো বাঁধা থাকলোনা আইনটি গেজেট আকারে প্রকাশ হতে। এখন রাষ্ট্রপতি সাক্ষর করলেই তা গেজেট আকারে প্রকাশিত হবে। তার পরেই আইনটি প্রয়োগে আর কোনো সমস্যা থাকবেনা বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই