বাচ্চাদের সাথে তসলিমা নাসরিনের যৌবনের কিছু দূর্লভ ছবি দেখুন
তসলিমা নাসরিন আজ তার ফেসবুক ওয়ালে ভক্তদের জন্য সেই যৌবন বয়সের কিছু আপলোড দিয়েছেন। তবে কোনো ছবিতে তিনি একা নন, প্রত্যেক ছবিতে সাথে আছে কোনো না কোনো বাচ্চা। তার কোনো বাচ্চা নেই কিন্তু বাচ্চাদের প্রতি তার ভালোবাসা নিতান্তই কম নয়। এমনই কিছু আভাস দিয়েছেন তার এবারের স্ট্যাটাসে। আওয়ার নিউজ বিডির পাঠকদের জন্য তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাস ও ছবি সমূহ নিচে দেওয়া হলোঃ
“আমার বাচ্চা কাচ্চা নেই। যৌবনে দুর্ভাগ্যবশত এমন কোনও পুরুষের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, যার স্পার্ম আমার আদৌ মনে হতে পারে ভালো কোনও চরিত্র বহন করে। ওসব দুষ্ট স্পার্মকে আমার ডিম্বাশয় থেকে যতটা পেরেছি দূরে রেখেছি। তারপরও ভুল তো হয়ে যায়। দু’বার অ্যাবরশান করতে বাধ্য হয়েছি। পৃথিবী উপচে পড়ছে মানুষে, আরও মানুষ জন্ম দিয়ে ভিড় বাড়াবার দরকার কী! তাছাড়া জীবন আমার প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। অন্যের জন্য ভাবতে হয়েছে। নিজের বাঁচার জন্যও যুদ্ধ করতে হয়েছে জীবনভর। কখনও মনে হয়নি নিজের কোনও সন্তান থাকলে বেশ হতো। ভাই বোনের ছেলেমেয়েদের ভালোবেসেছি, নিজের কোনও সন্তান থাকলে ভালোবাসা তার জন্য এর চেয়ে কিছু বেশি হতো বলে মনে হয় না। সেলফিস জিনের অভাব আমার চিরকালের। ভাই বোনদের বাচ্চার বাইরেও অন্য বাচ্চাদের প্রতি আমার ভালোবাসা নিতান্তই কম নয়। সব বাচ্চাই ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো পরিবেশ পেয়ে বড় হোক, এটাই চাই। কিছু ছবি পেলাম বিভিন্ন বাচ্চাদের সঙ্গে। দিয়ে দিচ্ছি, পরে এদের নিয়ে গল্প করা যাবে।”
মন্তব্য চালু নেই