বাচ্চাদের সাথে তসলিমা নাসরিনের যৌবনের কিছু দূর্লভ ছবি দেখুন

তসলিমা নাসরিন আজ তার ফেসবুক ওয়ালে ভক্তদের জন্য সেই যৌবন বয়সের কিছু আপলোড দিয়েছেন। তবে কোনো ছবিতে তিনি একা নন, প্রত্যেক ছবিতে সাথে আছে কোনো না কোনো বাচ্চা। তার কোনো বাচ্চা নেই কিন্তু বাচ্চাদের প্রতি তার ভালোবাসা নিতান্তই কম নয়। এমনই কিছু আভাস দিয়েছেন তার এবারের স্ট্যাটাসে। আওয়ার নিউজ বিডির পাঠকদের জন্য তসলিমা নাসরিনের সেই স্ট্যাটাস ও ছবি সমূহ নিচে দেওয়া হলোঃ

“আমার বাচ্চা কাচ্চা নেই। যৌবনে দুর্ভাগ্যবশত এমন কোনও পুরুষের সঙ্গে আমার সম্পর্ক হয়নি, যার স্পার্ম আমার আদৌ মনে হতে পারে ভালো কোনও চরিত্র বহন করে। ওসব দুষ্ট স্পার্মকে আমার ডিম্বাশয় থেকে যতটা পেরেছি দূরে রেখেছি। তারপরও ভুল তো হয়ে যায়। দু’বার অ্যাবরশান করতে বাধ্য হয়েছি। পৃথিবী উপচে পড়ছে মানুষে, আরও মানুষ জন্ম দিয়ে ভিড় বাড়াবার দরকার কী! তাছাড়া জীবন আমার প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে। অন্যের জন্য ভাবতে হয়েছে। নিজের বাঁচার জন্যও যুদ্ধ করতে হয়েছে জীবনভর। কখনও মনে হয়নি নিজের কোনও সন্তান থাকলে বেশ হতো। ভাই বোনের ছেলেমেয়েদের ভালোবেসেছি, নিজের কোনও সন্তান থাকলে ভালোবাসা তার জন্য এর চেয়ে কিছু বেশি হতো বলে মনে হয় না। সেলফিস জিনের অভাব আমার চিরকালের। ভাই বোনদের বাচ্চার বাইরেও অন্য বাচ্চাদের প্রতি আমার ভালোবাসা নিতান্তই কম নয়। সব বাচ্চাই ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো পরিবেশ পেয়ে বড় হোক, এটাই চাই। কিছু ছবি পেলাম বিভিন্ন বাচ্চাদের সঙ্গে। দিয়ে দিচ্ছি, পরে এদের নিয়ে গল্প করা যাবে।”

10334252_686374418173686_6221412651189252593_n 10389285_686377301506731_5409130778787461540_n 10981435_686373204840474_7464752027099055399_n 11014661_686372704840524_6682345098877478360_n 11040855_686378441506617_8857710258537856123_n 11057508_686373404840454_8504008527707606930_n 11178193_686372991507162_3802954708264138197_n 11202127_686372728173855_6065513893854803670_n 11693893_686376798173448_6895338825914648700_n 11693893_686378404839954_5401479854983387626_n 11694844_686375768173551_2287161726607033919_n 11695989_686374898173638_6701961735723378546_n 11703182_686377024840092_633941133443217123_n 11745327_686374791506982_3555081967232853731_n 11745542_686372558173872_7494350272711407293_n 11751780_686375638173564_2705776741602174851_n 11752492_686375024840292_1630824038437440086_n 11753287_686376271506834_4399859827790998338_n 11755110_686376691506792_5394139087927403167_n 11755752_686372921507169_482419310095266915_n 11760108_686373274840467_1034607672741007101_n 11781792_686374561507005_702798181644224898_n 11781833_686377221506739_7261421021764238612_n



মন্তব্য চালু নেই