বাগদাদে জোড়া বিস্ফোরণে নিহত ২৭

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরো অন্তত ৫৭ জন। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, শনিবার সকালের দিকে আল সিনাকে গাড়ির খুচরা যন্ত্রাংশের দোকানের কাছে বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যটি ঘটেছে পেতে রাখা বিস্ফোরকের কারণে।

পুলিশ বলছে, বাজারের প্রবেশ পথে প্রথম বিস্ফোরণ ও দ্বিতীয়টি বাজারের ভেতরে ঘটেছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই জোড়া হামলার দায় স্বীকার করেছে।

গত ১৭ অক্টোবর জঙ্গিগোষ্ঠী আইএসের হাত থেকে দেশটির উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শহর মসুল উদ্ধারে বছরের বৃহত্তম সেনা অভিযান শুরু হয়। ওই সময় থেকে বাগদাদে উচ্চ সতর্কতা জারি করা হয়। ২০১৪ সালে আইএস মসুলের নিয়ন্ত্রণ নেয়; সম্প্রতি বাগদাদে বেশ কয়েকবার হামলা এই জঙ্গিগোষ্ঠী।

সূত্র : আলজাজিরা, রয়টার্স।



মন্তব্য চালু নেই