বাইকে চেপে প্রকাশ্যে যুবক-যুবতীর মিলন, অতঃপর…
দু’চাকা গাড়ির প্রতি লোভ সবার রয়েছে৷ পুরুষ মহিলা নির্বিশেষে বাইক পছন্দ করেন৷ স্টান্ট দেখাতেও ভালোবাসেন৷ ভিড় রাস্তায় এঁকেবেঁকে দ্রুত গতিতে এগিয়ে যেতে কার না ভালো লাগে! প্রেমিকাকে পিছনে বসিয়ে নিয়ে তো অনেকেই গন্তব্যে যায়৷ কিন্তু প্রেমিকাকে কোলে বসিয়ে বাইক চালানো! এমনই কাণ্ড ঘটেছে গোয়ায়৷মাণ্ডবী ব্রিজের উপর এভাবেই স্বল্পবসনা প্রেমিকাকে কোলে বসিয়ে বাইক চালালো এক যুবক৷ এর জন্য মাত্র ১ হাজার টাকা জরিমান ধার্য হয়েছে৷
কিন্তু শুধুই প্রেমিকাকে কোলে বসিয়ে গেলেই না হয় হতো৷ প্রকাশ্য রাস্তায় প্রেমিক-প্রেমিকার ‘লীলা’ দেখে সবার তো তক্ষু চড়ক গাছ৷ হলিউড ছবির স্টাইলে একটি ছোট শার্ট ও শর্ট স্কার্ট পরে রীতিমতো যৌনতা আদান-প্রদান করতে করতে বাইকের সওয়ারিরা যাচ্ছিল৷ পথ চলতি যাত্রীরা ভাবছিলেন, সত্যই কোনওহলিউড সিনেমার শ্যুটিং চলছে৷ মোবাইলে তাই অনেকেই ছবি তুলে রাখেন৷ অল্প সময়ের মধ্যে নেট দুনিয়ায় তা ভাইরালও হয়ে যায়৷
গোয়া পুলিশের কাছে এই তথ্য আসার পরেই নড়েচড়ে বলে তারা৷ বাইকের নম্বর দেখে, যুবকের খোঁজ করে জরিমানার স্লিপ হাতে ধরানো হয়৷ এই বিষয়টি গোয়া বিধানসভাতেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে৷ গোয়া পুলিশকে একহাত নেন বিজেপি বিধায়ক বিষ্ণু ওরা৷ তাঁর অভিযোগ, ছবিটি শেয়ার না হলে পুলিশের চোখ এই বিষয়টিকে এড়িয়েই যেতো৷
মন্তব্য চালু নেই