বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই : তসলিমা
বাংলাদেশের বিতর্কিত এবং নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক সাইটে মন্তব্য করেছেন, ‘বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। সিরিয়াসলি।’
তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার ভোরে এক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক মায়ের পেটের যময ভাই। ভাইয়েরা অলৌকিকে আছে, লৌকিকে নেই। বাস্তবে নেই, তবে বদমাইশিতে আছে।’
পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। সিরিয়াসলি। বাংলাদেশে সত্য কথা বলার অপরাধে লতিফ সিদ্দিকীকে জেলে যেতে হলো। সত্য কথা বললে বাংলাদেশীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। ওদিকে পাকিস্তানে বীনা মালিকসহ আরও কয়েকজনকে ছাব্বিশ বছর জেল দেওয়া হয়েছে। বীনা মালিক নাকি নেচেছিল এক টিভি অনুষ্ঠানে। বীনা মালিকের নাচ দেখে পাকিস্তানীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
ধর্মীয় অনুভূতিটা … …(অতি আপত্তিকর ভাষা লেখা সম্ভব হলো না) একটু লাগামছাড়াই হয়। বাংলাদেশ আর পাকিস্তানের ধর্মীয় অনুভূতি এক ধাতুতে গড়া। এগুলো উঠতে বসতে আঘাতপ্রাপ্ত হয়। অনুভূতির মিল হরিহর আত্মার মধ্যেই সম্ভব। বাংলাদেশ আর পাকিস্তানের আলাদা হওয়াটা কি আদৌ উচিত হয়েছে?
দেশগুলো দুটিতে দারিদ্র, দূর্নীতি, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, অবিজ্ঞান, ধর্ষণ, নির্যাতন চলছে চলুক, কোথাকার কোন … … নিয়ে যেন কেউ কোনও শব্দ উচ্চারণ না করে, তাঁদের গায়ে যেন টাচটি না লাগে, তাঁরা হলেন গিয়ে আনটাচেবল।
বাংলাদেশ আর পাকিস্তান এক মায়ের পেটের যময ভাই। ভাইয়েরা অলৌকিকে আছে, লৌকিকে নেই। বাস্তবে নেই, তবে বদমাইশিতে আছে। দুই ভাইকে আলাদা করে সাধ্য কার! জয় বাংলাস্তান!’
মন্তব্য চালু নেই