বাংলাদেশে নয়, ভারতেই থাকতে চান নাস্তিক লেখিকা তসলিমা নাসরিন
দেশে ফেরার অনুমতি পেলেও বাকি জীবন ভারতেই থেকে যেতে চান বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানিয়েছেন।
তসলিমা বলেন, ভারতই তাঁর দ্বিতীয় বাড়ি। দেশ থেকে নির্বাসিত থাকাকালীন গত ২০ বছরে ভারতেই তাঁর বেশি বন্ধু তৈরি হয়েছে। তাই ইউরোপের নাগরিকত্ব পাওয়া সত্ত্বেও সাংস্কৃতিক যোগাযোগের জন্য ভারতেই থেকে যেতে চান তিনি।
তসলিমা আরও বলেন, ‘বাংলাদেশের প্রকাশক ও বুদ্ধিজীবীরা কেউ যোগাযোগ রাখেননি। এই কারণেই দেশের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ‘
ভারতে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট ভিসা পাওয়ার আবেদন নিয়ে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই সেই ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী তসলিমা। কিন্ত ভারতে মুসলিমরা তসলিমা নাসরিন কে ভারতে রাখতে নারাজ।
মন্তব্য চালু নেই