বাংলাদেশে অবৈধভাবে টাকা পাঠানোয় দুবাইয়ে ২৫ দোকানের জরিমানা
অবৈধভাবে বাংলাদেশে টাকা পাঠানোয় দুবাইয়ে ২৫ দোকানের জরিমানা করা হয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন দপ্তর জানায়, দোকানগুলো বিকাশ নামে একটি অ্যাপস ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিদের টাকা অপেক্ষাকৃত অল্প খরচে বাংলাদেশে পাঠাতো। দুবাই শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে দোকানগুলো।
গোপনে খবর পেয়ে দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে দেখা যায়, বিদেশে টাকা পাঠানোর কোনো অনুমতি তাদের নেই।
যে যন্ত্র ব্যবহার করে টাকা পাঠানো হতো, তা জব্দ করা হয়েছে।
মন্তব্য চালু নেই