বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : আ.স.ম ফিরোজ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ।

রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁয় টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চিফ হুইপ বলেন, ‘সাংবদিকরা সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। প্রয়োজনে দেশ ও জাতির কল্যাণে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। তবে অবশ্যই তাদের সব ধরনের অপ সাংবাদিকতা থেকে বিরত থাকতে হবে।’

সংগঠনের সভাপতি রেদোয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদি ভূইয়া ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি।



মন্তব্য চালু নেই