বসুন্ধরা সিটিতে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ সময় মানুষের হুড়োহুড়িতে শপিং কমপ্লেক্সে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটি ছয়, সাত আটতলার জানালা দিয়ে তীব্র কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

সরেজমিনে জানা যায়, বসুন্ধরা কমপ্লেক্সের পেছনের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের ঘটনার অনেকে বাইরে বেরিয়ে এসেছে। ভেতরে কেউ আটকে আছে কি না তা জানা যায়নি। তবে কয়েকজনকে ছাদের আশ্রয় নিতে দেখা যাচ্ছে।

বসুন্ধরা সিটির সামনে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিচ্ছে ফায়ার সার্ভিস।

বসুন্ধরা সিটির পেছনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসের অনেক উৎসুক মানুষ জড়ো হয়েছে।

২০০৯ সালের মার্চ মাসে বসন্ধুরা সিটিতে অগ্নিকাণ্ড হয়। সেই ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।



মন্তব্য চালু নেই