বসনিয়ার কসাইয়ের ৪০ বছর জেল

বসনিয়ার কসাই খ্যাত রদোভান কারাদিচের ৪০ বছর কারাদণ্ড হয়েছে। তার বিরুদ্ধে আনা বসনিয়া যুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে গণহত্যার একটি অভিযোগ থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সাবেক যুগোস্লাভিয়ার বসনীয়-সার্বীয় নেতা কারাদিচ ১৯৯৫ সালে স্রেবেরেনিকা শহরে চালানো গণহত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। তা ছাড়া তার বিরুদ্ধে আনা মানবতার বিরুদ্ধে অপরাধও আদালতে প্রমাণিত হয়েছে।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীন জাতিসংঘ ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় দুপুর ১টায় রায় ঘোষণা করেন বিচারকরা। কারাদিচের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়েছে। পাঁচ বছর ধরে কারাদিচের বিচার চলে।

৭০ বছর বয়সি কারাদিচের বিরুদ্ধে ১ লাখ লোক হত্যার অভিযোগ আনা হয়।

রায় পড়ার সময় আদালতে ১৫০ ভুক্তভোগী উপস্থিত ছিলেন। এই ১৫০ জনের মধ্যে বসিনয়া যুদ্ধের সময় কারাদিচের নির্দেশে যাদের হত্যা করা হয় তাদের স্বজন এবং নির্যাতনের শিকার হয়েও বেঁচে থাকা যুদ্ধাহতরা অন্যতম। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক ও বেশ কয়েকজন কূটনীতিক আদালতে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই