বলিউডে জোর গুঞ্জন ধোনির স্ত্রী আলিয়া!

শিরোনাম পড়ে চোখ একেবারে কপালে তো! হবেই ক্রিকেটারদের সাথে বিনোদন জগতের রূপসী অভিনেত্রীদের সাথে প্রেমের সম্পর্কের ঘটনা নতুন কিছু নয়। তবে একেবারে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আলিয়া ভাটের প্রেম! এখানেই শেষ নয় একেবারে ধোনির স্ত্রীর জায়গায় দেখা যাবে তাকে।

হাপ ছেড়ে বাঁচুন। এবার শুনুন, বলিউডে ধোনির আত্মজীবনী নিয়ে তৈরি হতে চলা সিনেমায় স্ত্রী সাক্ষীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাটকে।

ধোনির ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত এটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় কে অভিনয় করছেন তা নিয়ে কয়েকদিন জোর জল্পনা চলছে। সিনেমার পরিচালক নীরজ পান্ডে জানান, ‘হাইওয়ে’ ও’ টু স্টেটস’ সিনেমায় মহেশ ভাট কন্যার অভিনয় দেখে মুগ্ধ নীরজ সাক্ষীর ভূমিকায় আলিয়াকেই প্রথম পছন্দ হিসাবে রাখেন। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি।



মন্তব্য চালু নেই