বর্তমান সরকার সবার কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

টিপু সুলতান (রবিন) : দেশের অলিতে-গলিতে বেসরকারি কিন্টাগার্ডেন স্কুলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার বিষয়ে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার সবার কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি। তাই কেউ কেউ শিক্ষা প্রতিষ্টান চালু করে নিজের কর্মসংস্থানের সৃষ্টি করছে।

রবিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকায় আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষার্থীদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সব চেয়ে এগিয়ে রয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে ভালভাবে পড়াশুনা করানোর জন্য শিক্ষকদের নিদের্শ দেন।

স্কুল পরিদর্শনে এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদসহ আরো অনেকে।



মন্তব্য চালু নেই