আটঘরিয়ায় ভূমিমন্ত্রী ডিলু :

বর্তমান সরকার কোমলমতি শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানে আকৃষ্ট করছে

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, দেশের আধুনিক শিক্ষা ব্যবস্থা কোমলমতি শিক্ষার্থীদের আকৃষ্ট করছে এবং তাদের তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করছেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণের মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে বিকশিত হওয়ার আহ্বান জানান। মন্ত্রী শনিবার পাবনার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মনিরুজ্জামান, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলিমুন রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সাত্তার, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, আটঘরিয়া থানা অফিসার ইনচার্জ লেলিন আলমগীর, আওয়ামী লীগ নেতা জুলমত হোসেন, গুলজার হোসেন ও বশির আহমেদ বকুল, জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

পরে মন্ত্রী ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই