‘মুসলিম কিংবা মেক্সিকান তাদের প্রতি অবহেলার সুযোগ নেই’
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আট বছর আগের তুলনায় আমেরিকা এখন প্রায় সব মাপকাঠিতেই অনেক বেশি উন্নত এবং শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে শাসনভার তুলে দেয়ার আগে জাতির উদ্দেশ্যে সর্বশেষ ভাষণে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের এই অন্যতম জনপ্রিয় এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
দু’দফায় টানা ৮ বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর বিদায়ী ভাষণ দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শিকাগোতে প্রায় ১ ঘণ্টার ভাষণে ওবামা বলেন, গণতন্ত্রের রাস্তাটা সহজ নয়। তবু সে রাস্তাতেই ৮টি বছর হেঁটেছেন তিনি। অনুধাবন করেছেন, গণতন্ত্রে সমমনা হওয়ার চেয়ে একতাটা বেশি জরুরি।
ভাষণে অর্থনৈতিক উন্নয়ন আর কর্মসংস্থানের নতুন রেকর্ড গড়াসহ ৮ বছরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন ওবামা। আল কায়েদা ও আইএস প্রতিরোধ, ওসামা বিন লাদেনকে নিশ্চিহ্ন করাসহ সন্ত্রাসবাদ দমনে তার সরকারের সাফল্যের দাবি করেন।
কিউবার সঙ্গে সম্পর্কের বরফ গলানো আর সমকামীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠাকে বড় সাফল্য বলে উল্লেখ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা বলেন, মুসলিম হোক কিংবা মেক্সিকান – অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। তাদের প্রতি অবহেলা-বৈষম্যের বিন্দুমাত্র সুযোগ নেই।
ভাষণের শেষে ৮টি স্মরণীয় বছরের জন্য আমেরিকান জনগণের কাছে বারাক ওবামা কৃতজ্ঞতা জানান।
মন্তব্য চালু নেই