বরোদায় নরেন্দ্র মোদির ‘চায়ের দোকানে’ আসছেন ‘ববি জাসুস’ বিদ্যা

দিলীপ মজুমদার (কলকাতা): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘চায়ের দোকানে’ যাচ্ছেন ‘ববি জাসুস’ , মানে বিদ্যা বালন। আসলে নিজের আগামী সিনেমা ‘ববি জাসুস’-এর প্রচারের জন্য গুজরাতের বরোদায় যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা। বরোদায় গিয়ে তিনি নরেন্দ্র মোদির ‘চায়ের দোকানে’ যাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি ও তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সমর্থনে ওই চায়ের দোকান থেকে বিণামূল্যে চা বিলি করা হয়েছিল। ছোট বেলায় এক চা বিক্রেতা হিসেবেই কর্মজীবনের শুরু করেন মোদি। আর এই স্টল থেকেই তাঁর যাত্রা পথের শুরু। আর এই ঘটনাই বিদ্যাকে সেখানে যাওয়ার ব্যাপারে আগ্রহী করেছে বলে জানা গেছে। ওই দোকানে গিয়ে এক কাপ চা খাবেন ‘ববি জাসুস’ ।

বিদ্যা নিজেই একথা জানিয়ে বলেছেন, আমাদের প্রোমোশনের দল যখন বরোদায় যাওয়ার কথা বলল ঠিক তখনই আমি ওই চায়ের দোকানে যেতে চাইলাম। এখন তো ওই দোকান বরোদায় দারুন জনপ্রিয়।

সমর শেখ পরিচালিত ‘ববি জাসুস’ আগামী ৪ জুলাই মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই