বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীনিবাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি মহিলা কলেজের ছাত্রীরা। মঙ্গলবার দুপুর বারোটার দিকে অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমজকল্যাণ বিভাগের মাস্টার্স প্রথমবর্ষের ছাত্রী তিশা আক্তার। সভাপতির বক্তব্যে তিশা বলেন, ছাত্রীদের সাথে কোন আলোচনা না করেই কলেজ কর্তৃপক্ষ মনগড়া ভাবে পহেলা জুন থেকে হোস্টেল চার্জ ৪ হাজার ৩’শ টাকা করেছে। যা অনেক শিক্ষার্থীর পক্ষে দেয়া সম্ভব নয়।

তাই কর্তৃপক্ষের এ অযোক্তিক দাবি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের ৫ দফা দাবির সাথে একাত্বতা পোষণ করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিংকি আক্তার, পাপিয়া জেসমিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।



মন্তব্য চালু নেই