বরিশালে স্পিডবোট সংঘর্ষে নিখোঁজের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি ॥ দুইটি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে মায়ের লাশ উদ্ধারের পর এবার নিখোঁজ মেয়ে শাহেরি আক্তারের (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর রবিবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার কড়ইতলা নদীতে মরদেহ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করেন। শাহেরি বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ গোলাম সরোয়ার জাহানের কন্যা।

সাহেবেরহাট বন্দর থানার ওসি মাহাবুবুল আলম জানান, রবিবার সকালে কড়ইতলা নদীতে শাহেরির মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

উলে¬খ্য, শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার কড়ইতলা নদীতে যাত্রীবাহি দুটি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষে ডাঃ গোলাম সরোয়ারের স্ত্রী নেশপতি বেগম (৩৫) নিহত ও কন্যা শাহেরি নিখোঁজের ঘটনায় শনিবার আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামি বরিশাল স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামানকে শনিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।



মন্তব্য চালু নেই