বরিশালে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ আটক-২
বরিশালের উজিরপুর উপজেলার গাববাড়ি এলাকায় র্যাব-৮ এর সদস্যরা শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের কস্টি পাথরের দুটি মূর্তিসহ ২ মুর্তি পাচারকারিকে আটক করেছে।
বরিশাল র্যাব ৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গাববাড়ি এলাকার আব্দুস সাত্তার গোমস্তার পুত্র ইমতিয়াজ আহম্মেদ গোমস্তা ও পাশ্বববর্তী শাকরাল গ্রামের আলী আকবর ঢালীর পুত্র আলমগীর হোসেন ঢালীকে আটক করেন। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের কাছে দুটি কষ্টিপাথরের মুর্তি থাকার কথা স্বীকার করে।
তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ইমতিয়াজ আহম্মেদ গোমস্তার ঘর থেকে সাড়ে ৪৩ কেজি ওজনের একটি শ্বেত কষ্টি পাথরের গরুর মূর্তি এবং ৬২ কেজি ওজনের একটি কালো রংয়ের গোলাকৃতি কষ্টি পাথর উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথর দুটির মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এ ঘটনায় রবিবার দুপুরে আটককৃতদের উজিরপুর থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই