বরিশালে পাঁচারকালে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
বরিশালে পাঁচারকালে প্রায় ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার বেলা ১২টার দিকে কোস্টগার্ডের একটি টহল দল বরিশালের কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্ট থেকে বস্তা ভর্তি অবস্থায় এই বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
বরিশাল কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আনিচুর রহমান জানান, “কীর্তনখোলা নদীতে টহল দেয়ার সময় একটি সন্দেহভাজন ট্রলার দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা ট্রলারটিকে ধাওয়া করেন। পরে ওই ট্রলারের লোকজন কীর্তনখোলা নদীর দপদপিয়া পয়েন্টে নদীর তীরে বস্তা ভর্তি অবস্থায় কচ্ছপটি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তারা বিশালাকার কচ্ছপটি উদ্ধার করেন। যার ওজন প্রায় ৫০ কেজি এবং মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। কচ্ছপ নিয়ে ট্রলারটি বরিশাল থেকে ঝালকাঠীর দিকে যাচ্ছিলো। ”
কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আনিচুর রহমান জানান, “বন বিভাগের পরামর্শে দুপুর আড়াইটার দিকে বিরল কচ্ছপটি কীর্তনখোলা নদীর কালিজিরা মোহনায় অবমুক্ত করা হয়েছে। “
মন্তব্য চালু নেই