বরিশালের কিছু খবর

বরিশালে ধানের দরপতনে দিশেহারা কৃষক

বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল জুড়ে ইরি-বোরা ধান কাটার ধুম পরলেও ধানের দরপতনে কৃষকরা এখন দিশেহারা হয়ে পরেছেন। গত সাত বছরের মধ্যে এবার বোরো ধানের দর সর্বনিম্নে রয়েছে। ফলে লাখ লাখ কৃষক বোরো চাষ করে লাভের মুখ দেখাতো দূরের কথা, এখন তাদের উৎপাদন ব্যয় উঠবে কিনা তা নিয়ে মহাদুশ্চিন্তায় রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বাজারে এখন প্রতিমণ বোরো ধান বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চার’শ টাকায়। অথচ প্রতিমণ ধানে কৃষকের উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ছয়’শ টাকা।

বিভিন্ন ব্লকের ম্যানেজাররা জানান, ডিজেল নির্ভর সেচ ব্যবস্থার ব্লকে প্রতিমণ ইরি-বোরো ধানের উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ৭’শ টাকা। দক্ষিণাঞ্চলের বোরো ব্লকের ৬০ ভাগ সেচ ব্যবস্থা এখনও ডিজেল চালিত সেচযন্ত্রের ওপর নির্ভর। মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি অফিসাররা জানিয়েছেন, চলতি বছর অধিকাংশ এলাকায় অধিক ফলনশীল হাইব্রীড জাতের ধান আবাদ হয়েছে। এতে চলতি মৌসুমে প্রতি হেক্টরে ৭.২ মেট্রিক টন ধান উৎপাদিত হলেও এসব ধান আবাদে সার ও বালাই ব্যবস্থাপনা যথেষ্ট ব্যয়বহুল। অথচ কৃষকেরা ধানের ন্যায্য দাম না পাওয়ায় আগামীতে বোরো চাষে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

বরিশাল কৃষি অঞ্চলের বিভাগীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রফিকুল ইসলাম জানান, কৃষি অঞ্চলের আওতাধীন বরিশালে ৬১ হাজার ৩৬৯ হেক্টর, পিরোজপুরে ১৯ হাজার ১৩৪, ঝালকাঠীতে ৮ হাজার ৪৯৭, ভোলায় ৫৫ হাজার ৫২৭, পটুয়াখালীতে ৩ হাজার ৫৭৫, বরগুনায় ৬১৭, রাজবাড়িতে ১৮ হাজার ৫২৪, ফরিদপুরে ৩৫ হাজার ২২৫, গোপালগঞ্জে ৭২ হাজার ৬৩৬, মাদারীপুরে ৪০ হাজার ৯৬৪ ও শরীয়তপুরে ৩১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদ করা হয়েছে।

বরিশালে বিচারক শুন্য ২৭ আদালত ॥ কার্যক্রম ব্যাহত
বিচারক সংকটে বরিশালের ২৭টি আদালতে বিঘিœত হচ্ছে বিচারের স্বাভাবিক কার্যক্রম। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার পাশাপাশি বাড়ছে বিচারপ্রার্থীদের হয়রানি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জেলা ও দায়রা জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন ট্রাইব্যুনালসহ মোট ৪৬টি আদালতের পদ রয়েছে। এরমধ্যে ২৭টি আদালতেই বিচারক নেই। কর্মরত ১৯ জন বিচারককে একাধিক আদালতের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। বরিশালে বর্তমানে যেসব আদালতে কোন বিচারক নেই তারমধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে-প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তৃতীয় যুগ্ম জেলা জজ, অতিরিক্ত যুগ্ম জেলা জজ, সদর সিনিয়র সহকারী জজ, বাকেরগঞ্জ, বানারীপাড়া, আগৈলঝাড়া ও বাবুগঞ্জ সহকারী জজ আদালত, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দুটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জুডিশিয়াল আদালত-২, ৩, ৪, ৫ ও ৬টি আমলী আদালত। এছাড়া ট্রাইব্যুনালগুলোর মধ্যে বিভাগীয় বিশেষ জজ আদালত, জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল, বিদ্যুৎ আদালত, টিঅ্যান্ডটি আদালত, বিএসটিআই আদালত ও মহানগর দায়রা জজ আদালত।

সূত্রে আরো জানা গেছে, বিভিন্ন সময়ে কয়েকটি আদালতের বিচারক বদলী হবার পর নতুন করে কাউকে ওইসব আদালতে এবং একাধিক আদালতে দীর্ঘদিন যাবত কোন বিচারককে পদায়ন না করায় মাসের পর মাস আদালতগুলো বিচারকশুন্য রয়েছে। বিচারক শুন্যতার কারণে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আনোয়ারুল হক নিজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিভাগীয় বিশেষ জজ আদালতের দায়িত্ব পালন করছেন। অন্য বিচারকরাও নিজ আদালতের পাশাপাশি অতিরিক্ত দুই তিনটি আদালতের দায়িত্ব পালন করায় বিঘিœত হচ্ছে বিচার কার্যক্রমের স্বাভাবিক গতি।

অপরদিকে সহকারি জজ আদালতের বিচারকদেরকে ম্যাজিস্ট্রেট পদে বদলি করার পর সেখানেও কাউকে নিয়োগ দেয়া হয়নি। বিচারক শুন্য আদালতগুলোর মধ্যে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এক হাজার, তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে ১ হাজার ৪৫৮টি, অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে ১ হাজার ২০০টি, সদর সিনিয়র সহকারী জজ আদালতে ৩ হাজার ৪৯৩টি, বাকেরগঞ্জ, আগৈলঝাড়া, বানারীপাড়া ও বাবুগঞ্জ সহকারী জজ আদালতে যথাক্রমে ১ হাজার ৯৭৪, ৯১৭, ৮২০ ও ৯২২টি মামলা বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালগুলোর মধ্যে বিশেষ জজ আদালতে ৭৬টি, নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে ২ হাজার ৬৮১টি, জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালে ৫২২টি মামলা বিচারাধীন রয়েছে। বিচারকশুন্য ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে মোট মামলা হচ্ছে ৯ হাজার ৪৭৬টি।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিছউদ্দিন আহম্মেদ শহীদ বলেন, বিচারক সংকটের কারণে বিচার কার্যক্রমের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিচার প্রত্যাশীরা। তিনি শুন্যপদগুলোতে জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগের জন্য জোর দাবি জানিয়েছেন।###

বরিশালে অগ্নিকান্ড ১১টি দোকান ভস্মিভূত
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী বাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, বাজারের আল-আমিনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শটর্সাকিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ওসি আরও জানান, উদয়কাঠী বাজার নদীবেষ্ঠিত এলাকায় হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে না পারায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সন্তান না হওয়ার অভিমানে বরিশালে গৃহবধূর আত্মহত্যা
বিয়ের চার বছরের মধ্যেও সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে চলমান দাম্পত্য কলহ বৃহস্পতিবার সকালে চিরদিনের জন্য দূর হয়েছে। দাম্পত্য কলহ ও সন্তান না হওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ জোছনা বেগম (২২)। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, পরিবারের সবার অজান্তে গৃহবধূ জোছনা বেপারী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ওইদিন দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নগরীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মনির হোসেন (২৪) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মনির নগরীর রাজ্জাক কলোনী (কেডিসি) এলাকার বাসিন্দা সালাম সরদারের পুত্র। বুধবার মধ্যরাতে মনির হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওইদিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।###



মন্তব্য চালু নেই