বরিশালে তথ্য ও জ্ঞান মেলার উদ্বোধণ
“মেলায় অংশগ্রহন করি, দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখি” শ্লোগানকে সামনে রেখে নগরীতে বুধবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক তথ্য ও জ্ঞান মেলা।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন এবং ইউএনডিপি’র কারিগরি সহায়তায় সিডিএমপি-২ ও বরিশাল বিভাগীয় কমিশনারের যৌথ উদ্যোগে নগরীর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মেলা চলবে।
সকাল দশটায় জিলা স্কুলের সামনে থেকে উদ্বোধণী র্যালী বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
মডেল স্কুল এন্ড কলেজের সভাকক্ষে উদ্বোধণী সভায় বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বীর মুক্তিযোদ্ধা মো. গাউসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সহিদ উল্লা মিয়া।
বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম প্রমুখ।
মন্তব্য চালু নেই