বরিশালে খাদ্য দিবসের মানববন্ধন
“নারী কৃষকের অবদানে-সোনার ফসল উঠল ঘরে” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অধিকার আইন প্রণয়ণের দাবিতে শুক্রবার সকালে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে (সদর রোডে) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আভাস ও অক্সফোমের আয়োজনে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
বক্তব্য রাখেন মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, সুজন’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শাহিদা বেগম, জাহেদা বেগম প্রমুখ।
মন্তব্য চালু নেই