বরিশালের ১৭ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

আগামি পাঁচ বছরের জন্য জনসেবা করার লক্ষ্যে বিভাগের ১৭টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সোমবার সকালে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে নগরীর কাশিপুরস্থ ইসলামিক ফাউন্ডেশনের অডিটরিয়ামে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস শপথ বাক্য পাঠ করান।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন উপস্থিত ছিলেন।
বিভাগের ১৭টি পৌরসভার নির্বাচিত ১৭জন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিক কাউন্সিলরগণ উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন।
এসময় স্ব-স্ব পৌরসভার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য, গত ৩০ ডিসেম্বর বরিশাল বিভাগের ১৭টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই