বরফচাপা সেনাকে ৬ দিন পর জীবিত উদ্ধার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে এক ভারতীয় সেনাকে ছয়দিন পর বরফের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দেশটির সেনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ল্যান্স নায়েক হানামাথাপ্পা কোপ্পাদসহ ১০ ভারতীয় সেনা গত সপ্তাহে তুষারধসে চাপা পড়েছিল । ধারণা করা হচ্ছিল, তুষারচাপায় সব সেনার মৃত্যু হয়েছে ।

ভারতীয় সেনাবাহিনী থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার ১৯ হাজার ৩৫০ ফুট উঁচুতে একটি সেনা ঘাঁটিতে টহল দিচ্ছিলেন ১০ সেনা । এসময় তুষার ধস নামলে বরফের নিচে সেনারা চাপা পড়েন। ২৫ ফুট বরফের নিচে মাইনাস ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ল্যান্স নায়েক হানামাথাপ্পা ৬ দিন অলৌকিকভাবে বেঁচে ছিলেন। মঙ্গলবার তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর তল্লাশি দল নিহত চার সেনার লাশও উদ্ধার করেছে। অবশ্য বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত মাসে একই এলাকায় তুষার চাপায় চার ভারতীয় সেনা নিহত হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত সিয়াচেন এলাকায় মোতায়েন ৮ হাজার সেনার মৃত্যু হয়েছে। তুষারধস, ভূমিধস, উচ্চতাজনিত অসুস্থতা, প্রবল ঠাণ্ডায় হৃদযন্ত্র বিকল হওয়াসহ বিভিন্ন কারণে এসব সেনার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই