বন্ধ হচ্ছে বিবিসির চার সাইট
এক কোটি ৫০ লাখ ইউরো সংরক্ষণের অংশ হিসেবে ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি চারটি অনলাইন সাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনলাইনের ওই চারটি সেবার মধ্যে রয়েছে, বিবিসি ফুড, নিউজ ম্যাগাজিন, নিউজ বিট ও আইওয়ান্ডার। একই সঙ্গে ডিজিটাল রেডিও এবং সঙ্গীতের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রমও হ্রাস করা হবে বলে জানিয়েছে বিবিসি।
অনলাইন নিউজ ম্যাগাজিনেও সংস্কার আনা হয়েছে। এছাড়াও করপোরেশন ভ্রমণ ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। তবে বন্ধ হয়ে যাওয়া বিবিসি ফুডসের ১১ হাজার রেসিপি আর্কাইভে সংরক্ষিত থাকবে। এদিকে, বিবিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রকােশ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিবিসি নিউজ ও চলতি বিষয়াবলির পরিচালক জেমস হার্ডিং বলেছেন, ইন্টারনেটের কারণে বিবিসিতে পুনসংস্কার প্রয়োজন, তবে এটি কোনো মিশন নয় : অনলাইনে বিবিসির উদ্দেশ্য হচ্ছে একটি স্বতন্ত্র সেবা প্রদান করা; যা মানুষকে তথ্য জানাবে, শিক্ষিত করবে এবং বিনোদন দেবে।
মন্তব্য চালু নেই