বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

ঢাকার উত্তর বাড্ডায় বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ‘ধর্ষণের শিকার হয়েছেন’ এক তরুণী। এ বিষয়ে ওই তরুণী থানায় মামলাও করেছেন।

এজাহারে ওই তরুণী উল্লেখ করেছেন, গত ২৫ অক্টোবর রাজধানীর খিলক্ষেতে রুবেল নামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। এরপর রুবেল তাকে ‍একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। এতে সহায়তা করেন রুবেলের বন্ধু সালাউদ্দিন। এরপর ওই তরুণী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা নং-৩৭।

অভিযোগের ভিত্তিতে রুবেলের বন্ধু সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

ঢামেকের পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১ টার দিকে ধর্ষিত তরুণীকে ঢামেকে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। ওই তরুণীর বাড়ি জামালপুরের বকশীগঞ্জে।

শুক্রবার রাতে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত রুবেলকে খোঁজা হচ্ছে।



মন্তব্য চালু নেই