বনানী কবরস্থানে কোকোর দাফন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা বি এম এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এনামুল হক জানান, কোকোর মরদেহ বনানী কবরস্থান দাফনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই এখানে বিএনপির পছন্দ করা স্থানেই কোকোর কবর খোঁড়া হচ্ছে।

কোকোর লাশ দাফনে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবকে নির্দেশ দিয়েছেন এনামুল হক।

এদিকে, কোকোর কবর খোঁড়ার কাজ করছেন আটজন শ্রমিক। এরা হলেন- আব্দুল রহমান, টিটু মিয়া, মো. জসিম, মো. জালাল, সৈয়দ আলী, মজিদ মিয়া, কালাম ও শফিউল্লাহ।

কবর খোঁড়ার কাজ তদারকি করছেন গুলশান-বনানী ১৯ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার আবদুল আলীম নকী।



মন্তব্য চালু নেই