বছরে মাত্র ৮০ টাকা বেতন নিবেন ট্রাম্প!

চমকে ওঠার মত হলেও সত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প কোনো বেতন নিতেই অস্বীকার করেছেন।

তবে বিতর্কিত এই রিপাবলিকান ধনকুবের জানিয়েছেন, তিনি আইন মেনে চলেন। এজন্য তাকে হয়তো বছরে এক ডলার (প্রায় ৮০ টাকা) নিতে হবে। খবর এএফপি’র

রোববার সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’-কে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

অবশ্য গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিওতেও তিনি একই অঙ্গীকার করেছিলেন।

ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বেতন নিচ্ছি না। আমি তা নিচ্ছি না।’

এরপরই তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাকে আইন মেনে চলতে হবে। এজন্য এক ডলার নেব, বছরে এক ডলার।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার পেয়ে থাকেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

জনগণের ভোট হিলারি বেশি পেলেও ইলেক্টোরাল কলেজ ভোটে তাকে পেছনে ফেলেন ট্রাম্প।

তবে ট্রাম্পের বিজয়ের পর দেশটিতে নজিরবিহীনভাবে বিক্ষোভ শুরু হয়েছে। এসব বিক্ষোভে ভাংচুর এবং ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটছে।



মন্তব্য চালু নেই