বঙ্গবন্ধু’র আদর্শে সমাজ গড়তে হবে

ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ সম্ভ্রব হারানো নারী মুক্তিযোদ্ধা ও আমাদের পূর্ব পুরুষ যাঁর ডাকে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল সেই সর্বকালের মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাস্প্রদায়িক চেতনা-আদর্শে সমাজ গড়তে পারলেই কাঙ্খিত সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে মনে মন্তব্য করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌদুরী তন্ময়।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর (উ.) ১৪নং ওয়ার্ড বিজয় দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংগীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ-মন্তব্য করেন।

কবীর চৌধুরী তন্ময় বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও আমরা দেখছি অনেক মুক্তিযোদ্ধা আজ অবহেলিত, নির্যাতিত। সমাজে কিছু মুক্তিযোদ্ধার মানবেতর জীবন-যাপন আমাদের ব্যর্থতার বহিঃপ্রকাশ। শুধু সেমিনার-আলোচনা সভা কিংবা সংগীত সন্ধ্যার মাধ্যমে বিজয় দিবসকে স্মরণ করলে হবে না। যাঁর ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার লক্ষে যুদ্ধে আত্মজীবন বিলিয়ে দিয়েছিল সেই বঙ্গবন্ধুর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযোদ্ধাদের তাঁদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।

তিঁনি আরও বলেন, বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা জীবনের মায়া ত্যাগ করে বাঙালির সুন্দর ও নিরাপদ জীবন বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে সম্মানের সাথে মাথা তুলে দাঁড় করিয়েছে। সেই মর্যাদা আমাদের ধরে রাখতে হবে। সমাজের প্রতিটি ঘরে-ঘরে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। সমাজ থেকে অপসংস্কৃতি আর মিথ্যাচার দূর করতে তরুণদের এগিয়ে আসতে হবে।

বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন সংসদ’র সভাপতি শেখ মো. আবদুল রাজ্জাক শাকিলেন সঞ্চালনায়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ১৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক-এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি কবির আহমেদ, গোপালগঞ্জ সিটি যুব লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল, ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সহ-সভাপতি শামীম আহমেদ শুক্কর প্রমুখ।



মন্তব্য চালু নেই