বংশালে ভাইয়ের হাতে বোন খুন
রাজধানীর বংশালে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার ছোট ভাই।
নিহতের নাম আসমা আক্তার (৫৫)। আর তাকে হত্যাকারী ছোট ভাইয়ের নাম আকবর হোসেন।
বুধবার সকালে বংশালের নয়াবাজারের বাগচাষায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতের দেবর হাজি সেলিম জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছোট ভাই আকবর হোসেন দুজন লোক নিয়ে আসমার ফ্ল্যাটে যান। ফ্ল্যাটে যাওয়ার সময় অন্যান্য ফ্ল্যাটের লোকজন আকবরকে কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করলে তিনি জানান, পাওনা ৫০ হাজার টাকা আনতে বোন আসমার বাসায় যাচ্ছেন। আকবর আসমার ফ্ল্যাটে প্রবেশ করার মিনিট দশেক পরেই সেখানে চিৎকার-চেঁচামেচির শব্দ পাওয়া যায়।
হাজি সেলিম জানান, আসমার মুখ চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকবর ও তার সঙ্গে থাকা দুই লোক। এতে আসমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে লোকজন শব্দ শুনে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাজি সেলিম অভিযোগ করেন, আকবর ও তার সহযোগী দুজন পালিয়ে যাওয়ার আগে আসমার আঙুলে থাকা পাঁচটি সোনার আংটি খুলে নিয়ে যান।
নিহত আসমার স্বামীর নাম হাজি জাহাঙ্গীর হোসেন। তিনি মুরগি ব্যবসায়ী।
বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
মন্তব্য চালু নেই