ফ্রান্সে হামলার নিন্দা জানিয়েছেন সৌদি বাদশা
ফ্রান্সে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা থেকে জানানো হয়েছে- বাদশা সালমান ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয় ওলাদকে টেলিফোন করে সন্ত্রাসী হামলার নিন্দা জানান।
সৌদি বাদশা বলেন, সন্ত্রাসবাদ ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। সবার ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ পুরো পৃথিবীর শান্তির জন্য হুমকি। সন্ত্রাসীদের হাতে এভাবে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট হতে দেওয়া যায় না।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। বাদশা সালমান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছেন, ইসলামে এই ধরনের বর্বরতার স্থান নেই।
শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলা ছাড়াও আরো তিনটি স্থানে সন্ত্রাসীদের হামলায় ১৫৩ জন নিহত হয়। এ সব ঘটনায় আহত হয়েছে দুইশ জনের মতো। হামলার দায় স্বীকার করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে ইসলামি স্টেট (আইএস)।
মন্তব্য চালু নেই