ফ্রান্সে বিমানকর্মীদের বিক্ষোভ, শতাধিক ফ্লাইট বাতিল
জার্মানির পর এবার ফ্রান্সে শুরু হয়েছে বিমানের কর্মচারী-কর্মকর্তাদের বিক্ষোভ। এ বিক্ষোভের জের ধরে দিনভর ফান্সগামী এবং ফ্রান্স থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল হয়েছে। জনভোগান্তি পৌঁছেছে চরমে।
ফ্রান্সে প্রচণ্ড ব্যস্ত রুটগুলোয় অত্যধিক কাজের চাপ সামাল দেয়ার জন্যে পর্যাপ্ত লোকবলের অভাব পরিলক্ষিত হচ্ছে অনেকদিন ধরেই। এরই ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীদের বইতে হচ্ছে বাড়তি কাজের বোঝা। অপরদিকে অত্যধিক বয়স্ক কর্মকর্তা-কর্মচারীরা কাজে বহাল রয়েছেন। ফলে ক্রমশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিল কাজের মান। সেই সঙ্গে সৃষ্ট হচ্ছে বেতনভাতাকেন্দ্রিক অসাম্য।
দুই দিনের বিক্ষোভ ডেকেছে বিমানকর্মীদের উন্নয়ন সংক্রান্ত সংঘ এসএনসিটিএ ইউনিয়ন। এর সঙ্গে সংহতি প্রকাশ করেছে ডিজিসিএ সিভিল এভিয়েশন নামের প্রতিষ্ঠান। তারা কর্তৃপক্ষকে প্রতিদিনের সর্বমোট ফ্লাইটের ৪০ শতাংশ কমিয়ে আনার পরামর্শ দিয়েছে।
অত্যধিক দূর-পাল্লার বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে গিয়ে স্বল্প দূরত্বের বিমান চলাচল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। জানা যায়, বিমান কর্তৃপক্ষ সম্প্রতি সর্ববৃহত বিমানবন্দর শার্ল দ্য গল-এ ৬০ শতাংশ মধ্যম-পাল্লার বিমান রুট চালু করেছে। যা চাপ আরও বাড়িয়ে দিয়েছে। শার্ল দ্য গলের তুলনায় প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অর্লে-তে চাপ তেমন নেই। এটি অসমতা সৃষ্টি করেছে।
এছাড়া ৬৭ থেকে ৬৯ বছর বয়সী প্রবীণ কর্মকর্তাদের অবসর দিয়ে নতুনদের সুযোগ করে দেয়ার দাবিটিও আন্দোলনের ইস্যু হিসেবে আছে। জার্মানীর বিমানকর্মী আন্দোলনের সঙ্গে নীতিগত সামঞ্জস্য রয়েছে এ আন্দোলনের।
মন্তব্য চালু নেই