ফ্রান্সের সেই ম্যাগাজিনে হামলা, নিহত ১১

মুহম্মদ (স.) এর ক্যারিকেচার প্রকাশ করে ব্যাপক সমালোচিত ফ্রান্সের ম্যাগাজিন চার্লি হেবডোর কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে।
বুধবার প্যারিসে এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা পত্রিকা অফিসে ঢুকে রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।
বিদ্রুপাত্মক সাপ্তাহিক পত্রিকাটি বিভিন্ন কারণেই বিতর্কিত বলে জানা গেছে। পত্রিকাটির সর্বশেষ টুইট ছিল, আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর একটি কার্টুন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দুজন কালো মুখোশ পরা লোক ওই ভবনের মধ্যে প্রবেশ করেন এবং কয়েক মিনিটের মধ্যে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। ঘটনার পর ওই বন্দুকধারীকে পালিয়ে যেতে দেখা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, কোনো সন্দেহ নেই যে এটা সন্ত্রাসী হামলা। এটা ব্যতিক্রমী বর্বরতা বলেও উল্লেখ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের ধরতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এর আগে ২০১১ সালে হজরত মুহম্মদ (স.) এর ক্যারিকেচার প্রকাশ করে বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়ে পত্রিকাটি।



মন্তব্য চালু নেই