ফোন করে কেজরিকে শুভেচ্ছা ও চায়ের আমন্ত্রণ মোদির
আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আগাম শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷এদিন সকালে কেজরিওয়ালকে ফোন করেন তিনি৷শুভেচ্ছার পাশাপাশি ‘চায়ে পে চর্চা’তেও তাকে আমন্ত্রণ জানান নমো৷সেই শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন কেজরিওয়াল৷২-৩ দিনের মধ্যে কেজরিওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান আপ নেতা ভাগবত মান৷
ভোটের ফল চূড়ান্ত না হলেও, এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে আপ৷একক সংখ্যগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে তারা৷২০১৩ সালে ২৮টি আসন পেয়েছিল আম আদমি পার্টি৷এবার তাদের আসন সংখ্যা ৬৪ হতে পারে। অন্যদিকে, বিজেপি ভাগ্যে জুটতে পারে মাত্র ৫টি আসন৷
প্রাক্তন কর পরিদর্শক মি কেজরিওয়ালের এই বিজয়ের মধ্য দিয়ে দুর্নীতিবিরোধী এই প্রচারক দারুণভাবে রাজনীতির মাঠে ফিরে এলেন বলে মনে করা হচ্ছে।
মি মোদির দল বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রার্থী ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদি।
বিজেপির একজন নেতা প্রবীণ শংকর কাপুর বিবিসিকে বলেন, এমন হতাশাজনক ফলাফল হতে পারে এটা আমরা কখনোই আশা করিনি। বলা যায়,দিনটি আসলে কোনভাবেই আমাদের নয়”।-সংবাদ সংস্থা
মন্তব্য চালু নেই