ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বাবা হচ্ছেন!
জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পত্তির কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান। আর এ খবরটি ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই জানিয়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে মায়ের গর্ভ থেকেই ‘লাইক’ দিয়েছে জাকারবার্গের মেয়ে।
শুক্রবার ফেসবুকে সুখবরটি দিয়েছেন জাকারবার্গ। এ সময় একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
জাকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিসিলির ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের মেয়ে হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি।’
আর এ সন্তান নিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন জাকারবার্গ। সে কথা জানিয়েছে তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি বলেন, এর আগে গর্ভধারণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। তিন বার গর্ভপাত হয়েছে। তবে এবারে সেই ঝুঁকি অনেক কম।
বাবা হওয়ার আনন্দে জাকারবার্গ তার স্ট্যাটাসে আরো জানিয়েছেন, আলট্রাসাউন্ডে দেখেছি, সে (পেটে থাকা শিশু) আমাকে তার হাত দিয়ে থাম্বস আপ (লাইক) দিয়েছে।
বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন উল্লেখ করে জাকারবার্গ বলেছেন, তাকে (মেয়ে) দেখার জন্য আমার আর তর সইছে না।
২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলা বিয়ে করেন।
মন্তব্য চালু নেই