ফেসবুক পোস্টের শাস্তি ১৫ বছর জেল

রাজ পরিবারের মানহানির অপরাধে এক থাই মিউজিশিয়ানকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার আদালতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

২৮ বছর বয়সী ওই মিউজিশিয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ পরিবারকে হেয় করে ২০১০ ও ২০১১ সালে ফেসবুকে অনেক স্ট্যাটাস লিখেছেন।

আদালতের পক্ষ থেকে এর চেয়ে বেশি জানানো হয়নি।

থাইল্যান্ডের রাজ পরিবারকে হেয় করলে বা অপমান করলে ১৫ বছরের কারাদণ্ডের কঠোর বিধান আছে। আইনটি সেখানে বেশ সমালোচিত।

আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্ত রাজ পরিবারের বিরেুদ্ধে ক্রমাগতভাবে অপরাধ করে গেছেন এবং একইসঙ্গে কম্পিউটার আইনও ভঙ্গ করেছেন। এজন্য দুই অপরাধের ন্যূনতম শাস্তি হিসেবে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই