ফেসবুক, টুইটার নিজেই চালান মোদি

ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন আর ব্যস্ততম সময় কাটানোর মধ্যেও নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তথ্য অধিকার আইনে করা এক আবেদনের উত্তরে এই তথ্য জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, নরেন্দ্র মোদির বেতন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে জানতে চাওয়া এক আবেদনের উত্তরে জানানো হয়, ‘তার সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনার জন্য আলাদা কোনো কর্মকর্তা নেই। বিভিন্ন কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তিনি তার অ্যাকাউন্ট আপডেট করেন।’

তবে সফরকালে বিদেশি ভাষায় টুইটারে বিভিন্ন পোস্ট দিতে কে তাকে সহায়তা করে- এ প্রশ্নের কোনো উত্তর দেয়া হয়নি।

২০১৫ সালের হিসাব অনুযায়ী, ভারতের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে টুইটারে সবচেয়ে বেশি অনুসারী আছে দেশটির অভিনেতা ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চনের। টুইটারে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৮১ লাখ। নরেন্দ্র মোদি আছেন তৃতীয় অবস্থানে। তার অনুসারী ১ কোটি ৬৮ লাখ। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার সময় তার অনুসারী ছিল ৪০ লাখ।

দ্বিতীয় অবস্থানে আছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তার অনুসারী ১ কোটি ৬৯ লাখ।

কন্যাশিশুদের অধিকার নিয়ে টুইটারে মোদির প্রচারণা ‘সেলফি উইথ ডটার’ দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত টুইটারে মোট ৩ লাখ ৭৫ হাজার ‘সেলফি উইথ ডটার’ হ্যাশট্যাগ করা হয়েছে।

মোদি এই অ্যাকাউন্টে সর্বক্ষণ হালনাগাদ জানান
মোদি এই অ্যাকাউন্টে সর্বক্ষণ হালনাগাদ জানান


মন্তব্য চালু নেই