ফেসবুকে যুক্তরাষ্ট্র বিপ্লবের সৈন্যদের নামে হাজার হাজার একাউন্ট!
অষ্টাদশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের বিপ্লবে অংশ নেয়া সৈন্যদের নামে ফেসবুকে হাজার হাজার ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন একজন ডাচ শিল্পী। শুধু তাই নয় এসব ভুয়া প্রোফাইলের তালিকাও তৈরি করছেন তিনি। এ কাজটি করার জন্যে ওই শিল্পী দু’জন স্বেচ্ছাসেবীকেও নিয়োগ দিয়েছেন।
ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা ফেসবুকের নীতিমালা বিরোধী। এধরনের অ্যাকাউন্ট ঠেকাতে ফেসবুকের ভেতরেই নানা ধরনের তৎপরতা আছে। এজন্যে নানা ধরনের কৌশল গ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ।
ডাচ শিল্পী অবশ্য বলেছেন, তিনি তার উদ্যোগ নিয়ে ফেসবুকের সাথে কথা বলেন নি। তিনি বলেছেন, ফেসবুকই হয়তো তার এই কাজ সম্পর্কে জানতে পারবে। এবং এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে।
এই কাজটিকে তিনি এক রকম যুদ্ধের মতোই নিয়েছেন। এবং এই উদ্যোগের নাম দিয়েছেন ‘আর্মি’। তিনি চান এই উদ্যোগে অন্যান্য শিল্পী, দার্শনিক ও সমালোচকরাও যুক্ত হোক।
তিনি জানান, প্রয়োজনে তারা তাকে এবিষয়ে পরামর্শও দিতে পারেন। তার এই প্রকল্পটি দু’মাস ধরে চলবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ভুয়া অ্যাকউন্ট যে একটা বড়ো রকমের সমস্যা সেটা সবার উপলব্ধি করা উচিৎ। সুত্র : বিবিসি
মন্তব্য চালু নেই