ফেসবুকে মন্তব্য : এক ফিলিস্তিনির ৮ মাসের কারাদণ্ড
ফেসবুকে উস্কানি দেওয়ার অভিযোগে এক ফিলিস্তিনি যুবকের আট মাসের কারাদণ্ড দিয়েছে ইসরাইলের একটি আদালত। মঙ্গলবার দখলকৃত জেরুজালেমের একটি আদালত এ রায় দেয়।
ফিলিস্তিনিরা এ রায়কে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে ইসরায়েল জেরুজালেমের বাসিন্দাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তারা।
এর আগে ফেসবুকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ এনে জেরুজালেমের ১০ বাসিন্দাকে আটক করে ইসরায়েল। ২৭ বছর বয়সী সামি জামাল ফারাজ দোয়াইস তাদের মধ্যে অন্যতম। মঙ্গলবার তার বিরুদ্ধে ওই রায় দেওয়া হয়।
গাল্ফ নিউজ রবিবার বলেছে, জেরুজালেম প্রিজনার্স কমিটির প্রধান আমজাদ আবু আসাব ওই রায়ের সমালোচনা করেছেন। গাল্ফ নিউজকে তিনি বলেন, ‘জেরুজালেমের বাসিন্দাদের আটক এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে কবর দেওয়া যেন ইসরায়েলের একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ইসরায়েলি যুবকরা প্রতিনিয়ত ফিলিস্তিনি, আরব ও মুসলিমদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে। কিন্তু তাদের কাউকে আটকও করা হয় না, তাদের বিরুদ্ধে অভিযোগও আনা হয় না।
মন্তব্য চালু নেই